M Mukhlesur Rahman Chowdury

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমন্ডল মিলনায়তন সংস্কারের উদ্যোগ

ঢাকা: ২৭ এপ্রিল ২০১৫ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম নাট্যকেন্দ্র নাটমন্ডল মিলনায়তন সংস্কারের জন্য সংস্কৃতি মন্ত্রণালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ যৌথভাবে উদ্যোগ গ্রহণ করেছে। সোমবার (২৭ এপ্রিল,২০১৫) বিকেল সাড়ে ৩টায় থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি।

অনুষ্ঠান শেষে থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান সুজিত চক্রবর্তী সাংবাদিকদের জানান, সংস্কৃতি মন্ত্রণালয় ও থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম নাট্যকেন্দ্র নাটমন্ডল মিলনায়তন সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে। আর এ উদ্যোগে সংস্কৃতিমন্ত্রী সম্মতি দিয়েছেন। এর কাজ অতি দ্রুত শুরু হবে বলেও তিনি জানান। 

 
তিনি বলেন,  শুধু সংস্কার নয়,সংস্কারের পাশাপাশি বাংলাদেশ সরকারের আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যে নাট্য উৎসবগুলো আয়োজিত হবে, সেখানে এই বিভাগের প্রযোজিত ও নির্মিত নাটকগুলো নিয়ে বিভাগের ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা যেন অংশগ্রহণ করতে পারে এবং আন্তর্জাতিকভাবে গবেষণা করতে পারে সেজন্য সংস্কৃতি মন্ত্রণালয় সহযোগিতা করবে। আর এ বিষয়টি নিয়ে উভয়েই সম্মত হয়েছে।  

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ.আ.ম.স আরেফিন সিদ্দিক,নাট্য শিল্পী ওয়াহেদা মল্লিক জলি,রহমত আলী প্রমুখ। 

বিশেষ প্রতিনিধি

যুক্তরাস্ট্র প্রতিনিধি

খলকু কামাল

USA Correspondent

KHALKU KAMAL

যুক্তরাজ্য প্রতিনিধি

মাহবুবুর রহমান চৌধুরী

মশিউর রহমান চৌধুরী

UK Correspondents

Mahbubur Rahman Chowdhury

Moshiur Rahman Chowdhury

বাংলাদেশ প্রতিনিধি

মফিজুর রহমান চৌধুরী

Bangladesh Correspondent

 MOFIZUR RAHMAN CHOWDHURY

কানাডা প্রতিনিধি

এনামুল হক

CANADA CORRESPONDENT

ENAMUL HAQUE

HELIX_NO_MODULE_OFFCANVAS

Web Nest